শিরোনাম

South east bank ad

বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মুখুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা (অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য) হাবিব উল্লাহ (৭৬) আর নেই। তিনি রবিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮ টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা ১১ টায় জানাযার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি সম্মান প্রদর্শন করেন গৌরীপুর থানার পুলিশের একটি চৌকস দল। এর আগে বীর মুক্তিযোদ্ধার কফিনে শ্রদ্ধা জানান উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম। বীর মুক্তিযোদ্ধা হাবিব উল্লাহ মৃত্যুকালে এক স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমদে, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান সেলভী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরীপুর পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসার প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: