শিরোনাম

South east bank ad

মতিঝিলে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ড

 প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনের একটি গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।

আজ রোববার বেলা ১১টার দিকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, মতিঝিলের মধুমিতা সিনেমা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে বেলা ১১টা ৫ মিনিটের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট অল্প সময়ের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কীভাবে আগুনের সূত্রপাত, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: