শিরোনাম

South east bank ad

দৃঢ় লকডাউনে উদাসীনতা

 প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):

পটুয়াখালীতে সরকার ঘোষিত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দৃঢ় লক ডাউন ঘোষণা করায় পটুয়াখালী সদরে জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ যথাযথভাবে মাঠে কাজ করছে। তবে প্রশাসন সচেষ্ট থাকলেও সচেতন হচ্ছে না পথচারী এবং ব্যবসায়ীরা। পটুয়াখালী শহরের অলিগলী এবং নিউমার্কেট কাচাঁ বাজারে সাধারণ মানুষ জনসমাগম এড়িয়ে চলছে না এবং স্বাস্থ্যবিধি মেনে বিক্রেতারা ব্যবসা পরিচালনা করছে না।

পটুয়াখালী বাঁধঘাট এলাকা ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ক্রেতার মুখে মাস্ক ছিল না। সচেতনতা ছিল না কাঁচা বাজারের বিক্রেতাদের মাঝেও। জীবাণুনাশকের ব্যবহারও দেখা যায়নি নিত্যপ্রয়োজনীয় দোকানগুলোতে। ব্যবসায়ীরা জানিয়েছে, ‘বর্তমানে করোনা পরিস্থিতি সম্পর্কে আমরা জানি। কিন্তু সবসময় স্বাস্থবিধি মেনে ব্যবসা পরিচালনা করতে হিমশিম খাচ্ছি। বাজার কমিটি থেকে আগে স্যানিটাইজার দিতো, এখন দেয়নি’।

নিউমার্কেট এলাকার চিত্র একই। ভাইরাস সংক্রমণরোধে বাজারে প্রবেশের পূর্বে ক্রেতাদের হাতে জিবানুনাশক দেয়া হয়না। মাছের এবং সবজির দোকানগুলোতে গাদাগাদি করে ক্রয় বিক্রয় করছে সবাই। কোনো কোনো ক্রেতা মাস্ক ব্যবহার করলেও বেশিরভাগ ক্রেতাদের মধ্যে কোনো সচেতনতা ছিলো না। প্রশাসন থেকে জরিমানা করলে কিছুক্ষনের জন্য ব্যবসায়ীরা সর্তক হলেও প্রশাসনের লোকজন চলে গেলে আবার জনসমাগম সৃষ্টি করছে তারা।

এছাড়াও পটুয়াখালীর গলাচিপা, দুমকি ও মির্জাগঞ্জ উপজেলার কাচাঁ-বাজারে সাধারণ ক্রেতা-বিক্রেতাদের মধ্যে উদাসীনতা লক্ষ করা গেছে। গলাচিপা উপজেলা সদরের কয়েকজনের সাথে কথা বললে তারা জানান কাঁচা বাজারে কেউ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনা করছে না। মির্জাগঞ্জ উপজেলার সুবিধখালী বাজারে সকালে কিছুটা লকডাউন মানলেও বিকেলে বিক্রেতারা দোকানের শাটার খুলে ব্যবসা পরিচালনা করছে।

তবে পটুয়াখালীর সবুজবাগ মোড়, চৌরাস্তা, ঝাউতলা এলাকার পথচারীদের মাস্ক পরিধানে সতর্ক করতে দেখা গেছে পুলিশকে। তারা মাস্ক বিহীন জনগনকে জরিমানাসহ করোনা সংক্রমনের ঝুঁকি এড়াতে মাস্ক এর ব্যবহার সম্পর্কে অবহিত করেছেন। শহরের তিতাশ মোড় এবং সবুজবাগ এলাকায় যতক্ষন পুলিশ টহলরত থাকে ততক্ষন সাধারন লোকজনকে স্বাস্থবিধি মেনে চলাচল করতে দেখা গেছে কিন্তু পুলিশ চলে গেলে পূনরায় স্বাস্থ্যবিধি ভেঙ্গে জনসমাগম সৃষ্টি করছে পথচারীরা।

পটুয়াখালী জেলা প্রশাসন থেকে করোনা মোকাবেলায় বহিরাগতদের ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। জেলা প্রশাসন থেকে বলা হয়েছে, পটুয়াখালী শহরের প্রতিটি প্রধান প্রবেশ পথে পুলিশ এবং সেনাবাহিনী টহল দিচ্ছে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা সহ শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: