পূর্বধলায় বাছুর প্রসব না করেই দুধ দিচ্ছে বকনা, দৃশ্য দেখতে ভিড়
আব্দুর রহমান, (নেত্রকোণা)
নেত্রকোণার পূর্বধলায় বাছুর প্রসব না করেই প্রতিদিন ৪ লিটার করে দুধ দিচ্ছে বিদেশি শংকর জাতের বকনা কাম ধেনু। বকনাটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে শতশত উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। গরুটির মালিক উপজেলার খলিশাউড় ইউনিয়নের লক্ষিপুর গ্রামের হায়দর আলী। এমন একটি বাছুর পেয়ে মালিকও খুব খুশি।
বকনার মালিক হায়দর আলী জানান, কয়েক বছর আগে তিনি একটি গাভি ক্রয়ের পর এ বাছুরটির জন্ম হয়। পরে বাছুরটি বড় হলে তিনি গাভিটি বিক্রি করে দেন। ২৩ মাস পর হঠাৎ বাছুরটির অস্বাভাবিক পরিবর্তন দেখেন। বাছুরটি দুধের বাঁট ফোলা দেখে ধারণা করেন বকনার বাঁটে দুধ জমেছে। তাৎক্ষণিক গরুটির ওলান থেকে দুধ সংগ্রহ করেন। প্রথম কয়েকদিন ১ লিটার দুধ পেলেও এখন দুধের পরিমাণ বেড়েছে। প্রতিদিন ৪ লিটার দুধ হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মতিউর রহমান জানান, হরমোনের কারণে এমনটা হয়। অক্সিটোসিন হরমোন যদি বেড়ে যায় তাহলে এরকম বকনা গরু থেকে দুধ আসতে পারে। এটা নিয়ে কৌতূহলের কিছু নেই। যদি এই দুধ স্বাস্থ্যসম্মত হয় তাহলে এটা যে কেউ খেতে পারে।