শিরোনাম

South east bank ad

ক্রেতা শূন্য আনোয়ারার গরুর বাজার

 প্রকাশ: ২০ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):

কুরবানির শেষ দিনে ক্রেতা শূন্য হয়ে পড়েছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সমস্ত কুরবানির পশু'র হাট। বাজারে সারি সারি কুরবানির পশু দেখা গেলেও তেমন চোখে পড়েনা ক্রেতাদের। যার ফলে পশু বিক্রয় নিয়ে হতাশায় ভুগছেন বিক্রেতারা।

সরেজমিনে উপজেলার চাতরী চৌমুহনী বাজার এবং ছত্তার হাট বাজার ঘুরে দেখা যায়, প্রতিদিনের মতো কুরবানির গরুতে ভরপুর রয়েছে বাজার দু'টি। তবে বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, বাজারে কয়েকজন শহরী ক্রেতা ছাড়া তেমন কোনো ক্রেতা নেই। এবং অন্যান্যদিনের তুলনায় গরুর দামও কমে গেছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

আঞ্জু মিয়া নামের একজন গরু ব্যবসায়ী বলেন, আমার একটা গরু গত দুই বাজারে ১লক্ষ ১০/১৫ হাজার চেয়েছে আমি ১লক্ষ ৩০ হাজার এর জন্য দেয়নি। কিন্তু আজ সেই গরুটি কেউ ৯০ এর উপরেও চাইতেছেনা।

বশির আহমদ নামের এক গরু ব্যবসায়ীর সাথে কথা হলে তিনি জানান, পুরা বাজার মিলে ২০ জন ক্রেতা ও নাই কিন্তু গরু আছে শত শত। আমার ৪টা গরু ছিলো ২টা বিক্রি করছি আর ২টা এখনো রয়ে গেছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: