শিরোনাম

South east bank ad

জামালপুরে নতুন করে করোনা শনাক্ত৩৮, মৃত্যু ১

 প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম (জামালপুর):

জামালপুর জেলায় করোনা সংক্রমণের শতকরা হার প্রতিদিন কম বেশি হলেও নতুন শনাক্তের সংখ্যার বেড়েই চলছে । তবে গত দুই দিন থেকে শনাক্ত নিম্নমুখী।এদিকে গত২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস ১৭.০১শতাংশ থেকে বেড়ে ১৯.২৮ শতাংশ হয়েছে । যা গতকালের তুলনায় আজ ২.২৭ শতাংশ বেড়েছে । নতুন করে একদিনে ৩৮জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।এছাড়াও একজনের মৃত্যু হয়।জেলা স্বাস্থ্য বিভাগ জানান,জামালপুর, ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে এবং রেপিড এন্টিজেনে১৯৭টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।এছাড়াও সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল গ্রামের আঃ সালাম (৫৫) বছর বয়সী একব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছে।এছাড়াও করোনা শনাক্ত হয়েছে সদরে ২৪ সরিষাবাড়ি ৫,মাদারগঞ্জে৩, মেলান্দহ১ বকশিগঞ্জে ২, দেওয়ানগঞ্জ ২, ইসলামপুরে ১জনের ।জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৮৫৩জন, মোট সুস্থ ৩১২১জন, মোট মৃত্যু ৭৫জন। রেফার্ড ৪১জন।এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে,জামালপুর কেভিড ইউনিটে ২৩জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৮জন ও ঢাকায় ৪জন রয়েছে।


হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৬২২জন রোগী।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: