চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। নগরীর বহদ্দারহাট সংলগ্ন এশিয়ান হাইওয়ের পার্শ্বে দ্ইুটি খাইনে অবৈধভাবে কোরবানীর পশু বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এই সময় অবৈধভাবে খাইন বানিয়ে পশু বিক্রির দায়ে দুইটি খাইন মালিককে ৪১ হাজার টাকা জরিমানা করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে পার্শ্ববর্তী নির্ধারিত কোরবানীর হাটে পশুগুলি নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়। একই অভিযানে করোনাভাইরাস জনিত রোগের বিস্তার রোধে জনসাধারনের মাঝে মাস্ক বিতরন করা হয় এবং সরকার কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি সম্পর্কে নগরবাসীকে সচেতন করা হয়।
আজ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা,কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটগনকে সহায়তা প্রদান করেন।