শিরোনাম

South east bank ad

ধোবাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ

 প্রকাশ: ১২ জুলাই ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

ফয়সাল আহম্মেদ (ধোবাউড়া):

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় সামাজিক দূরত্ব বজায় রেখে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে নগদ অর্থ বিতরণ করা হয়। সোমবার দুপুর ১২ টায় ভালুকাপাড়া সেন্ট তেরেজাস উচ্চ বিদ্যালয়ের হলরুমে ঘোঁষগাও, বাঘবের ও দক্ষিনমাইজপাড়া ইউনিয়নের ১৫৮ জন মহিলা ও ৯২ জন পুরুষের হাতে ১ হাজার ৬ শত টাকা করে দেওয়া হয়।

অর্থ বিতরণ অনুষ্ঠানে কারিতাসের ময়মনসিংহ অঞ্চলের সভাপতি অপূর্ব ম্রং এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হালুয়াঘাট ও ধোবাউড়া আসনের সংসদ সদস্য মি. জুয়েল আরেং এমপি। বিশেষ অতিথি ছিলেন, ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম,ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,ঘোঁষগাও তেরেজাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্সেল চিসাম,ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর হোসেন,ঘোষগাঁও ইউপি চেয়ারম্যান সামছুল হক,মাইজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল নায়ক, ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন,জাতীয় শ্রমিকলীগ উপজেলা শাখার আহ্বায়ক জালাল উদ্দিন সোহাগ প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: