জামালপুরে নতুন করে ৫৯শনাক্ত,মৃত্যু ১
শামীম আলম (জামালপুর):
জামালপুরে এক দিনের ব্যবধানে শনাক্তের হার ও মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে।
গত২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনা ভাইরাস ২০শতাংশ থেকে বেড়ে ২০.৫৫শতাংশে বৃদ্ধি পেয়েছে । যা গতকালের তুলনায় আজ০.৫৫ শতাংশ বেড়ে গেছে। নতুন করে একদিনে ৫৯ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও একজনের মৃত্যু হয়েছে। জামালপুর সিভিল সার্জন প্রণয় কান্তি দাস জানান,
জামালপুর, ময়মনসিংহ মেডিকেল কলেজ ল্যাবে এবং রেপিড এন্টিজেনে ২৮৭টি নমুনা পরীক্ষায় ৫৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়াও সরিষাবাড়ি উপজেলায় আঃ খালেক ৭৫বছর বয়সী এই ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
এছাড়াও করোনা আক্রান্ত হয়ে সদরে ২২, সরিষাবাড়ি ৯ মাদারগঞ্জে৪, মেলান্দহে৪ দেওয়ানগঞ্জে৪, বকশিগঞ্জে ১৬জনের ।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩৪২৬জন, মোট সুস্থ ২৭০৪জন, মোট মৃত্যু ৬৫জন। রেফার্ড ৪১জন।
এছাড়াও চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে,জামালপুর কেভিড ইউনিটে ২৬জন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৩জন।