ফুলবাড়িয়ায় অধ্যাপক ওমর ফারুক আর নেই
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া):
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সিদ্দিকীয়া এতিখানা দারুল হাবিব ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক ও ছনকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌসুমী খানম’র স্বামী ওমর ফারুক (৪৩) ক্যান্সারে আক্রান্ত হয়ে ১০জুলাই দুপুর ১.৩০ মিনিটে ময়মনসিংহস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, ১ছেলে ও ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। শনিবার বাদ এশা নিজ বাড়ী উপজেলার আন্ধারিয়াপাড়া মুন্সী বাড়ীতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ভাই আন্ধারিয়াপাড়া উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: ফজলুল হক।
শোক প্রকাশ :
সিদ্দিকীয়া দারুল হাবিব এতিমখানা ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের অধ্যাপক ওমর ফারুক-এর মৃত্যুতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহ মোঃ আশরাফ আলী সিদ্দিকী, ফুলবাড়িয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও প্রধান শিক্ষক মো: গোলাম কিবরিয়া দুলাল, ছনকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও মরহুমের বাল্যবন্ধু দিদারুল ইসলাম বাদশা, বিডি ফাইন্যান্সিয়াল নিউজ ময়মনসিংহ ব্যুরো প্রধান এইচ. এম জোবায়ের হোসাইন, ফুলবাড়িয়া প্রতিনিধি মো: আব্দুস ছাত্তার এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।