জনগণকে সুস্থ্য রাখতেই প্রশাসন কঠোর হয়ে কাজ করছে : পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার
সিমা বেগম ( ভোলা সদর) :
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেছেন, সুস্থ্যতার সাথে বেঁচে থাকলে চলাচলের সুযোগ পাবেন।বিশেষ এবং জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করুন। সরকারের নির্দেশনা মেনে চলুন নিজে ভাল থাকুন, পরিবারকে ভাল রাখুন, অন্যদের ভাল থাকতে দিন।
বিশ্ব মহামারি করোনা মোকাবেলায় সরকারের ঘোষিত লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে সহযোগিতা করুন। আইন শৃংখলা বাহিনী ও প্রশাসন কাউকে অহেতুক হয় রানি করতে নয়, সাধারণ মানুষকে সুস্থ্যতার সাথে বেচে থাকতে সহায়তা করতেই মাঠে আছি আমরা।
করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে ভোলা জেলাধীন সকল থানার উদ্যোগে সরকার ঘোষিত লকডাউন কর্মসুচি পালনে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে ভোলার বিভিন্ন স্থানে,কাচাঁবাজার, বাসস্ট্যান্ড, রেস্টুরেন্ট, মোড়/পয়েন্টে সকলকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা, মাস্ক বিহীন ব্যক্তিকে মাস্ক পরিয়ে দেওয়া, স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানানো এবং অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া রোধকল্পে চেকপোস্ট কার্যক্রম পরিচালনার করেন।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার সাংবাদকিদের মাধ্যমে ভোলাবাসির উদ্দেশ্যে বলেন, লকডাউন কঠোরতার সাথে বাস্তবায়নে আইন শৃংখলা বাহিনী ও প্রশাসন চেষ্ঠা করছে।অলিগলিতে সন্ধ্যার পর অহেতুক আড্ডা দেয়া লোকজনকে ঘরে রাখতে টহল জোরদার করা হয়েছে। নিয়মিত টহলের বাইরে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে।