ভোলায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় স্কুল শিক্ষিকাসহ ৩ জনকে কুপিয়ে জখম
সিমা বেগম (ভোলা সদর) :
ভোলা সদর উপজেলার বাপ্তা হাজির হাট এলাকায় মাদক সেবনে বাধা দেওয়ায় স্কুল শিক্ষিকা সুলতানা লাইজু মালা, মোঃ গিয়াসউদ্দিন এবং তার ছেলে জেলা ছাত্রলীগের সদস্য মোঃ জোবায়ের আলম দোলন সহ ৩ জনকে কুপিয়ে মারাক্তক জখম করেন মাদকসেবীরা। আজ(৩জুলাই) দুপুরে বাপ্তা হাজির হাট এলাকায় মোঃ আবদুর রহমান মাস্টার বাড়ির উঠানে একই এলাকার বাসিন্ধা মোঃ মনির ও তার ছেলে মোঃ রাজিব বগি দা, ছুরি ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালায় বলে জানান স্কুল শিক্ষিকার স্বামী মোঃ গিয়াসউদ্দিন। আহতরা সবাই ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন বলেন, এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।