ময়মনসিংহে নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ) :
নেতাই নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার অন্তত ২০ গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার ভোরে উপজেলার গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেনের বাড়ির পাশে বাঁধের কিছু অংশ ভেঙে যায়।
স্থানীরা জানান, বাঁধ ভেঙে ওই গামারীতলা ইউনিয়নের রায়পুর, কামালপুর, ছান্দেরনগর। ঘোঁষগাও ইউনিয়নের নয়াপাড়া, দিঘলবাগ, কালিকাবাড়ি ও পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বেতগাছিয়া, বহরভিটা, উদয়পুরসহ অন্তত ২০ গ্রামে পানি প্রবেশ করেছে। এতে করে পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।
গামারীতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান বলেন, ইতোমধ্যে ভাঙন এলাকা পরিদর্শন করেছি। মানুষকে নিরাপদে রাখার চেষ্টা করছি।
ঘোঁষগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক বলেন, ভালুকাপাড়া ওরায়পুর এলাকায় বাঁধ ভেঙে অসংখ্য মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে। তাদের সহায়তা করার চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান বলেন, দুর্গত এলাকায় ত্রাণ দেয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডকে রিপোর্ট করা হয়েছে।
হালুয়াঘাট উপপরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান সায়েম বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে হালুয়াঘাট উপজেলার বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। হালুয়াঘাট পৌরসভার বেশ কয়েকটি বসতবাড়ি ও কৃষি জমি প্লাবিত হয়েছে।