সাতক্ষীরার কলারোয়ায় ইপিআই টিকা বহনকারীদের রেইনকোট দিলেন স্বাস্থ্য কর্মকর্তা
এমএ জামান ( সাতক্ষীরা) :
কলারোয়ায় ইপিআই কার্যক্রমের ভ্যাকসিন বহনকারীদের মাঝে রেইনকোট (ওয়াটারপ্রুফ জামা-প্যান্ট) প্রদান করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর কার্যালয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানে তিনজন ইপিআই ভ্যাকসিন বহনকারীকে নিজ অর্থায়নের ওই রেইনকোট তুলে দেন ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়া। এসময় এমপি ইপিআই কাজী নাজমুল হাসান, এসআই ও খাদ্য পরিদর্শক শফিকুর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ডাক্তার জিয়াউর রহমান জানান, ‘চলতি বর্ষা মৌসুমে উপজেলার বিভিন্ন প্রান্তে ইপিআই কার্যক্রমে সময়মতো টিকা পৌছে দিতে যাতে অসুবিধা না হয় সেলক্ষ্যে কর্মীদের মাঝে রেইনকোট প্রদান করা হয়েছে।’ মহতী এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন।