দড়ি ও দাফনের কাপড় কিনে কাঠালিয়ায় গলায় ফাঁস দিয়ে ইজিবাইক চালকের আত্মহত্যা
মোঃ রাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠির কাঠালিয়ায় দড়ি ও দাফনের কাপড় কেনাসহ মৃত্যুর সব প্রস্তুতি নিয়ে গলায় ফাঁস দিয়ে চান মিয়া (৪৫) নামের এক ইজিবাইক চালক আত্মহত্যা করেছে। উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে রোবরার রাতে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে সোমবার (২৮ জুন) সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আমুয়া ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিবারিক কলহের জেরে চান মিয়া দড়ি ও দাফনের কাপড় কেনাসহ মৃত্যুর প্রস্তুতি নিয়ে আত্মহত্যা করেছে। কাঠালিয়া থানার উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে চান মিয়া গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।রাতে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে।