ভোলার ধনিয়া তুলাতুলি থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
সিমা বেগম (ভোলা সদর):
ভোলায় বিষপান করে অষ্টম শ্রেনীর এক মাদ্রাসাছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
আজ(২৫ জুন) শুক্রবার দুপুর ১ টার দিকে বাড়িতে বিষপান করে। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। তবে তার আত্মহত্যার সঠিক কোনো কারণ এখনো জানা যায়নি।
নিহত মাদ্রাসাছাত্রীর নাম সাবিনা (১৪)। সে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতুলি সংলগ্ল মাল বাড়ির সেলিম মালের মেয়ে।
এলাকাকাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের তুলাতুলি সংলগ্ল মাল বাড়ির সেলিম মালের মেয়ে।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে । লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।