ময়মনসিংহে করোনায় ৪ জনের মৃত্যু
রাসেল আহমেদ (ময়মনসিংহ) :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে।
করোনায় মৃতরা হলেন, ময়মনসিংহ সদরের রেনু বেগম (৬০), টাঙ্গাইলের ফজর আলী (৬০), নেত্রকোনার মাসুদা বেগম (৫৫), ওই জেলার ফাতেমা বেগম (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, গতকাল সকাল ৮টা থেকে বুধবার (২৩ জুন) সকাল পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে।করোনায় মৃতদের মধ্যে ফাতেমা করোনা ইউনিটের সাধারণ বেডে ও অপর ৩ জন আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি আরও বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের সাধারণ বেডে মোট ১৪৯ জন ও আইসিইউতে ১১জন রোগী চিকিৎসাধীন আছেন।
জেলা সিভিল সার্জন সুত্র জানায়, গত ২৪ ঘন্টায় ৪৫০ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।