বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন
প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) -এর নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব, শেখ ইউসুফ হারুন। গত সোমবার ২১ জুন ২০২১ইং তারিখ জনপ্রশাসন মন্ত্রণালয় এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ -এর ধারা-৪৯ অনুযায়ী শেখ ইউসুফ হারুনকে তার অভোগকৃত অবসরোত্তর ছুটি এবং তদ্সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৬ জুলাই ২০২১ইং মঙ্গলবার অথবা যোগদানের তারিখ হতে পরবর্তী ৩ বছর মেয়াদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) -এর নির্বাহী চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
শেখ ইউসুফ হারুন অবসরে যাওয়ার আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।