খাগড়াছড়িতে সোনালী ব্যাংকের মানিকছড়ি শাখা নতুন ভবনে স্থানান্তর
নতুন ভবনে গত শনিবার ১৯ জুন ২০২১ইং তারিখে স্থানান্তরিত করা হয়েছে খাগড়াছড়িতে সোনালী ব্যাংক লিমিটেডের মানিকছড়ি শাখা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শাখার নতুন ভবনের উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) মো. জাহাঙ্গীর আলম ।
এতে বিশেষ অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না মাহমুদ। এতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংকের রাঙ্গামাটি প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. নুরুন নবী।