সিআইইউতে ‘যুক্তরাষ্ট্রের গবেষণায় আগ্রহ এবং উচ্চশিক্ষা: প্রচলিত ধারা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সম্প্রতি চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) গবেষণা বিষয়ক ‘যুক্তরাষ্ট্রের গবেষণায় আগ্রহ এবং উচ্চশিক্ষা: প্রচলিত ধারা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিআইইউর ইংরেজি বিভাগ মিনহাজ কমপ্লেক্সে ‘যুক্তরাষ্ট্রের গবেষণায় আগ্রহ এবং উচ্চশিক্ষা: প্রচলিত ধারা’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আমেরিকার ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ডক্টরিয়াল ফেলো শৈবাল দেব রায়। সেমিনার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউর স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ। এই অনুষ্ঠানে উচ্চশিক্ষা ও গবেষণা নিয়ে আলোচনায় অংশ নেন ইংরেজি বিভাগের শিক্ষকরা।