ময়মনসিংহে করোনায় দুইজনের মৃত্যু
রাসেল আহমেদ (ময়মনসিংহ) :
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরো দু'জন মারা গেছেন। এছাড়াও জেলায় নতুন করে আরো ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই দু'জন মারা যান।
এদিকে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ও অ্যান্টিজেন টেস্টে ৩২৮টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের করোনা শনাক্ত হয়।