প্রীতি ফুটবল ম্যাচে পুরস্কার বিতরন করলেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্
গতকাল শুক্রবার ১১ জুন ২০২১ইং তারিখ জেলা পুলিশ পটুয়াখালীর আয়োজনে পটুয়াখালী পুলিশ লাইন্স মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এই প্রীতি ফুটবল ম্যাচ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ (পিপিএম) । খেলোয়াড় এবং পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারিরিক ফিটনেস ধরে রাখতে হবে। খেলাধুলার সব সরঞ্জাম পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ বিভাগের মোহাম্মদ মাহফুজুর রহমান, এএসপি প্রবেশনার মেরাজ উদ্দিনসহ অন্যান্য অফিসার এবং ফোর্স । জাঁকজমক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ন এ খেলা শেষে সব খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
দর্শকদের করতালিতে মাঠ মাতিয়েছেন জেলা পুলিশ পটুয়াখালীর খেলোয়াড়রা । উপস্থিত দর্শকদের মধ্যেও পুরস্কার বিতরন করা হয় ।