রাজবাড়ী সদর উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন
খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):
মজিববর্ষ উপলক্ষে প্রথম পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৫০টি মসজিদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অন্যতম।
বৃহস্পতিবার ১০ই জুন সকাল সাড়ে ১০টায় শ্রীপুর উপজেলা পরিষদ সংলগ্ন) নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রথম পর্যায়ে দেশের ৫০ টি মডেল মসজিদ উদ্বোধন করেন,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজবাড়ী সদর উপজেলায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী ১আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আবদুল জববার,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান প্রমুখ।
এ মডেল মসজিদে নামায ঘর ছাড়াও আছে লাইব্রেরি, কনফারেন্স রুম, মক্তব, রেস্ট হাউস, ইসলামিক ফাউন্ডেশন অফিস, পার্কিং, ইসলামী শপ, লাশ ধোয়ার ঘর, পুরুষ ও মহিলা আলাদা নামায ঘর, অজুখানা ওয়াশব্লক সিড়ি, ইমাম মুয়াজ্জিন থাকার কক্ষ, উন্মুক্ত বিশাল সাহান, ৯৫ ফুট মিনার, আধুনিক আলোকশয্যা, এসি ২য় তলা, মার্বেলস টাইলস সহ উন্নত ফিটিংস, প্রাক ইসলামী শিক্ষা কেন্দ্র, ডাইনিং, এমএস হলো বক্স ফেরোসিমেন্ট অর্নামেন্টাল নক্সা ইত্যাদি।