ময়মনসিংহে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক-৩
এইচ. এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহের নান্দাইলে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মাদকসহ ৩ জনকে আটক করা হয়েছে। ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চন্দন গোপাল সুর এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নান্দাইল ইউনিয়নের ভাটিকান্দা পাড়া গ্রামের আব্দুর রশিদের পুত্র আজিজুল হক আরজু (৪০), নান্দাইল হাসপাতাল রোড এলাকার মৃত শাহনেওয়াজের পুত্র মোহাম্মদ লাল মিয়া (৬০), মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর গ্রামের উমেদ আলী ব্যাপারীর পুত্র শাহজাহান মিয়া (২৭)।
ময়মনসিংহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে এক কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা সহ ৩ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।