পদ্মায় ধরা পড়লো ২১ কেজির বাগাইড়
খন্দকার রবিউল ইসলাম (রাজবাড়ী):
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদী থেকে জেলে আশরাফ প্রামাণিকের জালে ধরা পড়েছে ২১ কেজি ওজনের একটি বড় বাগাঔড় মাছ। মাছটি বিক্রি করা হয়েছে ২২ হাজার ৫০ টাকায়।
রোববার(০৬ মে) সকাল ৭টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা ও যমুনা নদীর মাঝামাঝি এলাকার কুশাহাটা চর এলাকা থেকে রাজবাড়ীর বানীবহ এলাকার সৌখিন জেলে আশরাফ প্রামাণিকের জালে মাছটি ধরা পড়ে।
জেলে আশরাফ প্রামাণিকের ছেলে সাদ্দাম প্রামাণিক বলেন, শনিবার রাতে বাবার সঙ্গে দৌলতদিয়ার পদ্মায় মাছ ধরার জন্য জাল নিয়ে নদীতে আসি।
রাতে কোনো মাছের দেখা না পাওয়ায় বাড়ি ফিরে যাওয়ার মুহূর্তে রোববার ভোর ৬টার দিকে জালে জোরে একটা টান অনুভব করি। সে সময় বুঝতে পারি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে।
পরে একটু সময় নিয়ে জাল তুলে দেখি বিশাল একটি বাগাইড় মাছ। পরে মাছটি দৌলতদিয়ার ৫ নং ফেরি ঘাটের মৎস আড়তে আনলে মাছটির ওজন হয় ২১ কেজি।
দৌলতদিয়া মিলন সরদারের আড়ত থেকে মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১০৫০ টাকা কেজি দরে ২১ হাজার ৫০ টাকায় কেজিতে কিনে নেন।
চাঁদনি আরিফা মৎস আড়তের স্বত্বাধিকার চান্দু মোল্লা বলেন, নিলামে সর্বোচ্চ দাম দিয়ে সে মাছটি কিনে নেন। মাছটি বেশি দামে বিক্রির জন্য মুঠোফোনে সে ঢাকার বড় ব্যবসায়িদের সাথে যোগাযোগ করছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ ঢাক পোস্টকে জানান, এ মৌসুমে পদ্মা নদীতে মাঝে মধ্যেই বড় বড় রুই, কাতলা, বাঘাইড়, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির সুস্বাদু বড় মাছ পাওয়া যাচ্ছে।