আমচাষীদের ৪ শতাংশ মুনাফায় ঋণ বিতরণ করেছে এসআইবিএল
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সাতক্ষীরার কলারোয়া উপজেলায় আমচাষীদের মধ্যে চার শতাংশ মুনাফায় বিনিয়োগ বিতরণ করেছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা সহায়তার আওতায় প্রায় অর্ধশত আমচাষীর মধ্যে বিনিয়োগ বিতরণ করে। বিনিয়োগ বিতরণ অনুষ্ঠানে সাতক্ষীরার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. নূরুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সোশ্যাল ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. রাশিদুল ইসলাম এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কমোডিটি ম্যানেজার ড. নাজমুননাহারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।