শিরোনাম

South east bank ad

নিজ জমিতে ঘর নির্মানে বাধা, চাঁদা দাবী বহিরাগতদের

 প্রকাশ: ৩১ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):

পটুয়াখালী পৌর শহরের সবুজবাগস্থ পিটিআই সড়ক এলাকায় মাহমুদা বেগম(৫২) এর রের্কডীয় নিজ ভোগ দখলীয় জমিতে বসত ঘর নির্মাণ করতে গেলে বহিরাগত শহিদুল ইসলামের নেতৃত্বে কামাল হোসেন (৩৫), আরিফুল হক সোহান (৩০), হেলেনা বেগম (৬০), সনিয়া বেগম (৫৮), হেলাল উদ্দিন (৬০) নির্মাণ কাজে বাধা প্রদান করে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবী করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনাটি ঘটেছে ৩০ মে রবিবার রাত আনুমানিক ১০টায়।

স্থানীয়রা জানিয়েছেন, গতকাল রাতে হঠাৎ তারা ভাংচুরের শব্দ পায়। পরে মাহামুদা বেগমের বর্তমান বসত বাড়িতে কয়েকজন পুরুষ এবং ২জন মহিলাকে ভাংচুর করতে দেখে। বাসার ভিতর থেকে চিৎকার চেচামেচি করলে তারা বাহির থেকে ইট ছুড়ে জানালার কাচ ভেঙ্গে ফেলে।

এবিষয়ে মাহমুদা বেগমের শাশুরী রিজিয়া বেগম জানান, যে পটুয়াখালী মৌজার জেএল নং-৩৮, দাগ নং-৮০৮৯ এর ১২শতাংশ জমির মালিক সে ও তার স্বামী মৃত আলহাজ্ব আবদুর রাজ্জাক মিয়া। উক্ত জমি সে এবং তার স্বামী জীবিত অবস্থায় ১৯৯২ সালে তাদের ছেলে ওবায়দুল ইসলাম বাদলের নামে কবলা দলিল করে দেন। যার দলিল নং-৬৩০৩, তাং- ২৯.১১.৯২। সেই জমিতে একটি ওয়াল ও টিনসেড বসতঘর নির্মাণ করে ওবায়দুল ইসলাম বাদল ভোগ দখল করে আসছেন। পরে এই জমি তার স্ত্রী মাহমুদা বেগম এর নামে কবলা দলিল করে দেয় এবং ১২শতাংশ জমি মাহমুদার নামে রের্কড হয়। বর্তমানে তাদের বসত ঘরের প্রয়োজন হওয়ায় উক্ত জমিতে ঘর নির্মাণ কাজ শুরু করলে উপরোক্ত ব্যক্তিরা নির্মাণ কাজে বাধা প্রদান করেন এবং তাদের অন্য একটি বসত ঘরে হামলা চালিয়ে জানালার কাঁচ ভাংচুর করে এবং ধারালো অস্ত্র দিয়ে দরজা কুপিয়ে ভাঙ্গার চেষ্টা চালায়। পরে মোঃ শহিদুল ইসলামসহ অন্যান্যরা ৫০লক্ষ টাকা চাঁদা দাবী করেন।

এ ব্যাপারে অভিযুক্ত শহিদুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনে এ যোগাযোগ করা হলে তিনি বলেন, “এটি আমাদের ব্যক্তিগত ব্যাপার”। আপনি লোক পাঠিয়ে হামলা চালিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার কয়েকজন আত্মিয় রাতে ওই বাসায় গিয়েছিল। তারা কি করেছে আমার জানা নেই।

পটুয়াখালী পৌরসভা মেয়র মহিউদ্দিন আহাম্মেদ বলেছেন, উক্ত জমির মালিক মাহামুদা বেগম। তিনি নিয়মিত পৌর কর প্রদান করে আসছেন। কাগজপত্র সব কিছু দেখে আমি ভবন নির্মান করার অনুমতি দিয়েছি।

পটুয়াখালী সদর থানা ওসি আখতার মোর্শেদ জানিয়েছেন, কিছুদিন পূর্বে ওই বসতঘরে হামলা হলে আমার কাছে অভিযোগ দিয়েছেন মাহামুদা বেগম। ৩০ মে রাতের ঘটনা আমি শুনেছি। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: