ময়মনসিংহে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন
রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবি ও হেনস্থাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
বুধবারবার (১৯ মে) বেলা ১২ টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করেন সাংবাদিকরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাবুল হোসেন, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি অমিত রায়, সংগঠনের কেন্দ্রীয় সদস্য শাহিদুল আলম খসরু, ময়মনসিংহ সাংবাদিক বহুমুখি সমবায় সমিতির সভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. মূসা সহ স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা, প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা, মুক্তির দাবি ও হেনস্তাকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন।