শিরোনাম

South east bank ad

"সম্প্রীতির ইফতার’ আয়োজনের মাধ্যমে গরীব, দুঃস্থ ও অসহায় সাধারণ জনগণের মাঝে ইফতার বিতরণ করলো সেনাবাহিনী

 প্রকাশ: ১৯ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   সেনাবাহিনী

দেশে করোনা ভাইরাস সংক্রমনে চলমান লকডাউন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার (১৯-০৫-২০২০) তারিখ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভারে "সম্প্রীতির ইফতার’ আয়োজনের মাধ্যমে স্থানীয় ৫৫০ জন অসহায়, দুঃস্থ এবং নিম্নআয়ের পরিবারকে ইফতার প্রদান করা হয়। এই কর্মসূচীতে সাভার এলাকার প্রান্তিক শ্রেণীর পরিবারগুলোকে আমন্ত্রণ জানানো হয় এবং রমজানের সহমর্মিতার শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে তাদের হাতে ইফতার তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদেরকে বর্তমানে উদ্ভুত করোনা পরিস্থিতি স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দুরুত্ব বজায় রাখার জন্য প্রেষণা প্রদান করা হয়। দুঃস্থদের জন্য ইফতার বিতরণের এই মানবিক কার্যক্রম তাদের মধ্যে অত্যন্ত ইতিবাচক সাড়া ফেলেছে বলে প্রতীয়মান হয়। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশন করোনা মোকাবেলায় মোতায়েনের শুরু থেকেই তাদের দায়িত্বপূর্ণ এলাকায় সামজিক দূরুত্ব নিশ্চিতকরণসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ, মাস্ক ও জীবানুনাশক সামগ্রী প্রদান, সম্প্রীতির বাজার চালুসহ দরিদ্র কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকার সবজি ও কৃষিবীজ বিতরণ কর্মসূচী পালন করে আসছে। Ispr - 19-05-2020 (2) Ispr - 19-05-2020 (5) Ispr- (1) Ispr- (2)
BBS cable ad

সেনাবাহিনী এর আরও খবর: