দুদক কর্তৃক মামলা দায়ের

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
মু. মাজেদ আলী খান, অধ্যক্ষ, বদরগঞ্জ সরকারি কলেজ, রংপুর কর্তৃক ৫১,২৭,২৩৯/- টাকা আত্মসাতের অপরাধে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুর কর্তৃক মামলা দায়ের।
মু. মাজেদ আলী খান, অধ্যক্ষ, বদরগঞ্জ সরকারি কলেজ, রংপুর, পিতা- মৃত আ: মজিদ খান, সাং- রামনাথপুর(পাঠানপাড়া), থানা: বদরগঞ্জ, জেলা: রংপুর অসৎ উদ্দেশ্যে অপরাধমূলক অসদচারণের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতিপূর্বক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং বাংলা বিভাগে জনৈক মমিনুল ইসলাম খান, জনৈক শফিকুল ইসলাম এবং মমিনুল হককে নিয়োগ প্রদান করে এবং অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে কলেজ ফান্ডের ৫১,২৭,২৩৯/- টাকা আত্মসাত করতঃ দন্ডবিধির ৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
তৎপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকার অনুমোদনক্রমে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রংপুর এর মামলা নং- ০৩, তারিখ: ০৭-০৪-২০২২খ্রি. দায়ের করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রংপুর এর উপপরিচালক আবু হেনা আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।