পটুয়াখালীতে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দুর্নীতি দমন কমিশনের আয়োজনে পটুয়াখালী জেলা সদরে অবস্থিত সকল সরকারী দপ্তরের অংশগ্রহণে জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
গণশুনানিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খান।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এ কে এম সোহেল, মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম ও দুর্নীতি দমন কমিশনের বরিশাল বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) দেবব্রত মন্ডল।
গণশুনানিতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
গণশুনানিতে দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত আছেন।