দুর্নীতি বিরোধী সপ্তাহে ত্রিশালে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ গ্রহণ

ত্রিশাল প্রতিনিধি
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় সরকারি ত্রিশাল নজরুল একাডেমি পাঁচ শতাধিক শিক্ষার্থীকে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। বুধবার সকালে নজরুল একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ বিভাগের পরিচালক মোঃ মোরশেদ আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদেরকে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করান।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামানের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন, সরকারি ত্রিশাল নজরুল একাডেমির প্রধান শিক্ষক মোহাম্মদ মেজবাহ উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ সভাপতি সিরাজুল ইসলাম কিরন, সাধারণ সম্পাদক মেজবাহু দ্দেজা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য খোরশেদুল আলম মজিব, সদস্য মাহফুজা আকন্দ, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচএম জোবায়ের হোসাইন, নজরুল একাডেমী সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, সততা সংঘের সভাপতি ইলা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আখতারুজ্জামান তাঁর বক্তবব্যে বলেন, যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ক্লাস করতেন সে রুমটি সংস্কার করে নজরুল হল করা হবে। এছাড়াও একটি নজরুল কনার ও উপজেলা প্রশাসনের সহায়তায় সততা স্টোর করার ঘোষণা দেন তিনি।