শিরোনাম

South east bank ad

দুদকের নিজস্ব স্বচ্ছতা বৃদ্ধিতে কমিটি গঠন

 প্রকাশ: ০৬ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   দুদক

বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর বা সংস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির জন্য দুদক যেভাবে প্রাতিষ্ঠানিক টিম গঠন করে, ঠিক একই আদলে কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি রোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দুদকের বিশেষ তদন্ত অনুবিভাগের মহাপরিচালক মাহবুবের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে কমিশন। বৃহস্পতিবার (০৬ মে) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, দুদক গোয়েন্দা বিভাগের পরিচালক জয়নাল আবেদীন শিবলী, প্রশিক্ষণ ও গবেষণা অনুবিভাগের পরিচালক উত্তম কুমার মন্ডল, বিশেষ তদন্ত অনুবিভাগের পরিচালক মোঃ আক্তার হোসেন আজাদ, পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ আবদুল আউয়াল, পরিচালক (মানিলন্ডারিং) গোলাম শাহরিয়ার চৌধুরী ও একই অনুবিভাগের এ এস এম সাজ্জাদ হোসেন।

দুদক সচিব ড. মু আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত এক অফিস আদেশ এই কমিটিকে কমিশনের কর্মপ্রক্রিয়া ছয়টি ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে তা চিহ্নিতকরণ এবং এসব সমস্যা সমাধানে সুপারিশ সম্বলিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে এ প্রতিবেদন কমিশনে দাখিল এর কথা বলা হয়েছে।

এই কমিটির কর্মপরিধির মধ্যে রয়েছে অনুসন্ধান ও তদন্ত সংশ্লিষ্ট কাজে দীর্ঘসূত্রতার কারণে চিহ্নিতকরণ ও সমাধানের সুপারিশ; অনুসন্ধান ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা, ভাবমূর্তি ও জবাবদিহিতার ক্ষেত্র পর্যালোচনাপূর্বক সুপারিশসহ মতামত প্রদান; অনুসন্ধান এবং তদন্ত কার্য পরিচালনার সময় অনুসন্ধান/ তদন্তকারী কর্মকর্তা বা বা অপর কোনো কর্মকর্তা কর্তৃক দুর্নীতি বা অভিযোগ এর আওতাধীন ব্যক্তিকে হয়রানি করার সুযোগের ক্ষেত্র সমূহ চিহ্নিত করা এবং তা নিরসনের জন্য সুপারিশ করা; কমিশনের কর্মকর্তা/ কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতি সংশ্লিষ্ট অভিযোগসমূহ পর্যালোচনামূলক করণীয় বিষয়ে মতামত প্রদান; কমিশনের সোনাম অসামাজিক গ্রহণযোগ্যতা বজায় রাখতে সুপারিশ প্রণয়ন ইত্যাদি। এই কমিটি প্রয়োজনে যে কোন সদস্য কো-অপ্ট করতে পারবে।

এ প্রসঙ্গে দুদক সচিব জানিয়েছেন, কমিশনের নির্দেশে এই কমিটি গঠন করা হয়েছে দুদকের কর্মপ্রক্রিয়াকে আরো স্বচ্ছ জবাবদিহিমূলক এবং জনবান্ধব করার ক্ষেত্রে এই কমিটির সুপারিশ কমিশনের উপস্থাপন করা হবে। আমরা ঘরে-বাইরে সকলের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আইনগতভাবেই অঙ্গীকারবদ্ধ।

দুদক সূত্র জানায়, একই উদ্দেশ্যে ইতোপূর্বে বাইশটি মন্ত্রণালয় ও বিভাগে দুদক যেসব সুপারিশ পাঠিয়েছে সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যাবে, সে সম্পর্কে করণীয় নির্ধারণে দিক নির্দেশনা চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অনুরোধ জানিয়ে এক জরুরি পত্র দিয়েছে দুদক।

BBS cable ad

দুদক এর আরও খবর: