শিরোনাম

South east bank ad

রমজানের বিশেষ ইসলামিক শো ‘উৎকর্ষতায় মুসলিম

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   ইসলাম ও জীবন

রমজানের বিশেষ ইসলামিক শো ‘উৎকর্ষতায় মুসলিম

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল নাইনে শুরু হয়েছে বিশেষ ইসলামিক শো ‘উৎকর্ষতায় মুসলিম’। রমজান মাসে প্রতিদিন বিকেল ৪টায় ৩০ মিনিট ধরে দর্শকরা অনুষ্ঠানটি দেখতে পারবেন।

এছাড়া, প্রতিদিন ভোর ৪টা ৪০ মিনিটে অনুষ্ঠানটি পুনঃপ্রচারও হবে। বিজলী ক্যাবলস এর সৌজন্যে ‘উৎকর্ষতায় মুসলিম’ শো-তে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করা হবে। অনুষ্ঠানে প্রখ্যাত সব ইসলামি গবেষক ও চিন্তাবিদরা অংশ নিচ্ছেন।

অনুষ্ঠানের সঞ্চালনা ও পরিকল্পনায় রয়েছেন ইসলামিক গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব মুহাম্মাদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন। ‘উৎকর্ষতায় মুসলিম’ শো’র বিষয়বস্তুর মধ্যে থাকছে- শিশুদের বিকাশে বাবা-মায়ের ভূমিকা, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক উন্নয়ন, বাচনভঙ্গি ও স্বভাব পরিবর্তন, আদর্শ ব্যবসায়িক প্রতিষ্ঠান গঠনে করণীয়, শান্তিময় সমাজ গঠনে প্রকৃত মুসলমানের ভূমিকা, সংযম ও গুনাহ থেকে বাঁচার উপায়, মুমিনের চারিত্রিক গুণাবলি উপস্থাপন ইত্যাদি।

এ প্রসঙ্গে মুহাম্মাদ রশিদ আল মাজিদ খান সিদ্দিকী মামুন বলেন,ইসলামিক মূল্যবোধ চর্চা ও জীবনাচরণ নিয়ে আমাদের সবার মনে খুঁটিনাটি নানা প্রশ্ন থাকে। উৎকর্ষতায় মুসলিম অনুষ্ঠানে সেসব বিষয় দর্শকদের হাতে-কলমে শিখিয়ে ও জানিয়ে দেয়া হবে।

চ্যানেল নাইন এর হেড অব মার্কেটিং খন্দকার মুরাদ বলেন, পবিত্র রমজান উপলক্ষে চ্যানেল নাইন ইসলামিক অনুষ্ঠান নিয়ে দর্শকদের কাছে হাজির হয়েছে। ‘উৎকর্ষতায় মুসলিম’ অনুষ্ঠানে প্রখ্যাত সব ইসলামি গবেষক ও চিন্তাবিদরা অংশ নেবেন। শো-টি দর্শকদের ভালো লাগবে এমনটাই আমি আশা করি।

BBS cable ad