নিয়ম বর্হিঃভুত ভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনায় মসিকের ভ্রাম্যমাণ আদালত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম
নিয়ম বর্হিঃভুত ভাবে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করায় গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় অভিযান পরিচালনা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ ব্রাহ্মপল্লী রোড ও চরপাড়া মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
এ সময় তিনি নগরীর এশিয়া ডায়াগনস্টিক সেন্টার, সিরাম ডায়াগনস্টিক সেন্টারের ট্রেড লাইসেন্স না থাকায় ২ টি মামলায় ১৫,০০০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।