শিরোনাম

South east bank ad

ইয়াবা ও বিদেশীমদ সহ মাদক কারবারি গ্রেপ্তার

 প্রকাশ: ১১ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

ইয়াবা ও বিদেশীমদ সহ মাদক কারবারি গ্রেপ্তার

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

নোয়াখালীর চাটখিলের শ্রীপুরে মাদককারবারী মুরাদ হোসেন (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ৭৬০ পিস ইয়াবা ও সাত বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে। গতকাল (১০ মার্চ) বৃহস্পতিবার দুপুর দুই টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদককারবারী মুরাদ হোসেন চাটখিল উপজেলার শ্রীপুরের পাইকের বাড়ীর নুরুজ্জামানের ছেলে।

চাটখিল থানার ওসি গিয়াস উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার চাটখিলের শ্রীপুরের মাদককারবারি মুরাদ হোসেনেকে আটক করে তার স্বীকারোক্তি অনুসারে পন্টের পকেটে থাকা ৭৬০ পিস ইয়াবা ও ঘরের খাটের নীচ থেকে সাত বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারমৃত মুরাদ হোসেন দীর্ঘ দিন থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবার করে আসছিলেন। তার বিরুদ্ধে চাটখিল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: