শিরোনাম

South east bank ad

৫ দফা দাবীতে গোপালগঞ্জে বাস ট্রাক মালিক ও শ্রমিকদের মানববন্ধন

 প্রকাশ: ১৫ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

৫ দফা দাবীতে গোপালগঞ্জে বাস ট্রাক মালিক ও শ্রমিকদের মানববন্ধন

মেহের মামুন (গোপালগঞ্জ):

গাড়ী চলাচল, আর্থিক সহায়তাসহ ৫ দফা দাবীতে গোপালগঞ্জে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বাস-ট্রাক মালিক ও শ্রমিকেরা।
জেলা বাস-ট্রাক মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ কর্মসূচী পালন করে।

শুক্রবার ( ১৪ মে ) বেলা ১২ টায় জেলা শহরের বেদগ্রাম বাস টার্মিনালের সামনে ঢাকা-খুলনা সহাসড়কের উপর দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে মালিক ও শ্রমিকেরা। এসময় তারা ৫ দাফা দাবী বাস্তবায়নের দাবীতে বিভিন্ন ধরনরে লেখা প্লাকার্ড প্রদর্শন করে।

মানববন্ধন চলাকালে শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শেখ বুলবুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক কাজী সাঈদ, শমিক নেতা সরু মোল্যা, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আল আমিন মোল্যা, সাধারন সম্পাদক মিচু কাজী বক্তব্য রাখেন।

পরে মানববন্ধন শেষে ওই স্থানে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা। এসময় তারা ৫ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান। দাবীগুলো হলো, সড়ক মহাসড়কে বাস-ট্রাক চলাচল, শ্রমিকদের ১০ টাকা মূল্যের চাল দেয়া, এক বছরের ট্যাক্স মওকুফ, ঈদ বোনাস ও আর্থিক সহায়তা।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: