শিরোনাম

South east bank ad

মাদারীপুরে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

 প্রকাশ: ১৪ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

মাদারীপুরে মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

এস এম আরাফাত হাসান (মাদারীপুর):

দেশ ও জাতির মঙ্গল এবং করোনা ভাইরাস থেকে বাংলাদেশসহ বিশ্বব্যাপীর মুক্তি কামনা করে মাদারীপুরে মসজিদে মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ মে) সকালে জেলার সকল মসজিদে মাদারীপুর পৌরসভার কতৃপক্ষ ও ইমামগনের সাথে আলোচনা করে সময় নির্ধারনে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ-উল- ফিতরের নামাজ শহরের মসজিদে নূর পুরান বাজার জামে মসজিদে ১ম জামাত সকাল ৭:০০ মিনিট , ২য় জামাত সকাল ৭:৪৫ মিনিট এবং ৩য় জামাত সকাল ৮:৩০ মিনিটে, জেলা সদর জামে মসজিদে ১ম জামাত সকাল ৭:০০ মিনিট এবং ২য় জামাত সকাল ৭:৪৫ মিনিটে, পৌর কমপ্লেক্স জামে মসজিদে ১ম জামাত সকাল ৭:৩০ মিনিট এবং ২য় জামাত সকাল ৮:১৫ মিনিটে, সদর উপজেলা জামে মসজিদে সকাল ৭:৩০ মিনিটে জামাত,চাঁনমারী জামে মসজিদে ১ম জামাত সকাল ৭:১৫ মিনিট এবং ২য় জামাত সকাল ৮:০০ মিনিটে, জেলা মারকাজ মসজিদে সকাল ৭:৩০ মিনিটে জামাত, কুকরাইল বাইতুন নূর জামে মসজিদে সকাল ৭:৩০ মিনিটে,কলেজ রোড জামে মসজিদে ৭:১৫ মিনিটে, পাকদি আল হেরা জামে মসজিদে সকাল ৮:১৫ মিনিটে, কুলপদ্বী বাজার জামে মসজিদ ঈদগাহে সকাল ৮:০০ মিনিটে,চরমুগরিয়া বড় মসজিদে সকাল ৮:০০ মিনিটে,আহমাদিয়া কামিল এমএ মাদ্রাসা জামে মসজিদে সকাল ৮;০০ টায় এবং শহরের বিভিন্ন মসজিদে জামাত অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর পৌরসভার সকলকে ঈদের জামাতে নিজ নিজ জায়নামাজসহ উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছে মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ।

তবে জেলা পুরান বাজারে বড় মসজিদ অনুষ্ঠিত । এরপর সকাল ৭;০০টা থেকে আধাঘন্টা পর পর বিভিন্ন মসজিদে জামাত অনুষ্ঠিত হয়। প্রয়োজন সাপেক্ষে আধা ঘন্টা পরপর আরো কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়। তবে করোনা ভাইরাসের প্রদূর্ভাব ঠেকাতে চির চেনা রীতি ভেঙ্গে এবার শিশু ও বয়স্করা কোলাকুলি থেকে বিরত থাকে। এছাড়া কেউকেই শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়নি। নামাজ শুরুর আগে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানা হয়। এ ঈদ জামাত উপলক্ষ্যে জেলায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন স্থানে পুলিশসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত ছিল।মাদারীপুর জেলা ও পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের মধ্যে এর আগে ঈদের জামাত আয়োজন ও নামাজ পড়ার ক্ষেত্রে মসজিদ কমিটি ও মুসুল্লীদের ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা মানার জন্য অনুরোধ করা হয়।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: