শিরোনাম

South east bank ad

শিমুলিয়া ফেরি বন্ধের পরও হাজারও মানুষের উপচেপড়া ভিড়

 প্রকাশ: ০৮ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

শিমুলিয়া ফেরি বন্ধের পরও হাজারও মানুষের উপচেপড়া ভিড়

কায়সার সামির (মুন্সিগঞ্জ) :

শিমুলিয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে নাড়ির টানে বাড়ি ফিরার প্রাণ পথ চেষ্টা দক্ষিণবঙ্গের হাজার মানুষ। মানুষের ভোগান্তি এবং চাপ সামাল দিতে কর্তৃপক্ষের নির্দেশে মাত্র তিনটি ফেরি দিয়ে পার করা হয়েছে। পরে পুনরায় ফেরি বন্ধ করে দেন ঘাট কর্তৃপক্ষ।

মধ্যরাতে সরকারি নির্দেশনায় করোনাভাইরাস সংক্রমণ রোধে আজ শনিবার সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে দিনের বেলায় সব ধরনের ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঘাট ঘাট কর্তৃপক্ষ।

তবে যাত্রী চাপ ও লাশবাহি এম্বুল্যান্স নিয়ে সকাল ৯ টায কুঞ্জলতা, দুপুর ১২ টা এনায়েতপুরী ও দুপুর ১ টার দিকে শাহপরান নামের ফেরি ছেড়ে গেছে। এতে প্রায ১২ হাজার যাত্রী পার হতে পেরেছে।

শিমুলিয় ঘাট এলাকায় এখনো বিচ্ছিন্নভাবে ৩ হাজার মানুষ ও ৭' শ বেশি পণ্যবাহি ট্রাক পারাপারের অপেক্ষায় আছে। শুধুমাত্র রাতে জরুরি ও পণ্যবাহী যানবাহন পারাপারের জন্য ফেরি চলাচল করবে নির্দেশনায় জানাজায়।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিএ'র ট্রাফিক ব্যবস্থাপক শাহাদাৎ হোসেন জানান, বিধিনিষেধে কর্মস্থল ত্যাগ করার বিষয়ে সরকারিভাবে বারণ থাকলেও ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের ঘরমুখো মানুষের সকাল থেকেই শিমুলিয়া ঘাটে আসতে শুরু করে। সকালে যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে শিমুলিয়া পুলিশ ও বিআইডব্লিউটিএর পক্ষ থেকে বিভিন্নভাবে মাইকিং করে ঘাট ত্যগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: