শিরোনাম

South east bank ad

হত্যা মামলার বাদীর উপর হামলা, পৌর-মেয়রসহ ২৬ জনের নামে মামলা

 প্রকাশ: ০৭ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

হত্যা মামলার বাদীর উপর হামলা, পৌর-মেয়রসহ ২৬ জনের নামে মামলা

রাসেল আহমেদ(ময়মনসিংহ):

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার বাদী আবিদুর রহমানের ওপর হামলার ঘটনায় পৌর মেয়রসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

এ ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুন (৩৭) , মোঃ আনিছ (৪০), প্রদীপ বাগচী (৩৭), মোঃ শহীদুল ইসলাম শহীদ (৩২), শ্যামল সরকার (২৮) সহ পাঁচ জনকে আটক করেছে।

শুক্রবার (৭ মে) বিকালে আবিদুর রহমান বাদী হয়ে গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামকে প্রধান আসামী ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুনসহ নাম উল্লেখ ২৬ জন ও অজ্ঞাতনামা ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি হালিম সিদ্দিকী বলেন, এ ঘটনায পৌর যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিথুনসহ ৫ জনকে গ্রেফতার করে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৬ মে) রাত সাড়ে ৮ টার দিকে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকায় আবিদুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। এসময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এর আগে গত বুধবার (৫ মে) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যার ঘটনায় পৌর মেয়র রফিকুল ইসলামসহ ১৯ জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ঘটনায় গত ১৯ অক্টোবর ১৪ জনের নাম উল্লেখসহ মোট ২২ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত। মামলার তদন্তে আরও পাঁচজনের সংশ্লিষ্টতা থাকায় তাদের কেউ মামলার আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পরিকল্পনায় আসামিরা এ হত্যাকাণ্ড ঘটান। ২০১৭ সালের ৫ এপ্রিল সৈয়দ রফিকুল ইসলামের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে ছিল নিহত মাসুদুর রহমান শুভ্র।

এদিকে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জামিন নিয়ে গত ৩০ জানুয়ারি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো গৌরীপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন।

এ মামলার প্রধান আসামি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: