শিরোনাম

South east bank ad

জমির ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

 প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   সারাদেশ

জমির ধান কেটে ঘরে তুলে দিলো ছাত্রলীগ

মেহের মামুন (গোপালগঞ্জ) : গোপালগঞ্জের সদর উপজেলার করপাড়া ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের কৃষক রজব মুন্সী। বয়স এখন প্রায় ৭০। দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় ঘরে এখন শুধু স্ত্রী।

বয়সের ভারে ঠিক মত চলাফেরা করতে না পারলেও শ্রমিক দিয়ে ১৭ কাঠা জমিতে ধান লাগিয়েছিলেন। জমিতে ফলনও হয়েছে ভাল। কিন্তু প্রাকৃতিক দূর্যোগ আসার আগেই জমির ধান কেটে ঘরে তুলতে চাইলেও করোনার কারনে ধানকাটা শ্রমিক পাচ্ছিলেন না তিনি। তাই ধান বাঁচাতে দু:চিন্তায় ছিলেন তিনি।

ঠিক এই সময়ই কৃষক রজব মুন্সী দু:চিন্তা কমাতে এগিয়ে আসলো গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ।

আজ সোমবার (১৯ এপ্রিল) সকালে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার নেতৃত্বে ৩০ সদস্যের একটি দল কৃষক রজব মুন্সীর ১৭ কাঠা জমির ধান কেটে দেন। পরে তারা সেই ধান মাড়াই করে ঘরে তুলে দেন।

কৃষক রজব মুন্সী বলেন, করোনার কারনে জমির ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছিলাম না। এতে ধান নিয়ে চিন্তায় ছিলাম। কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীরা আমার জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে। জমির ধান নষ্ঠ হবার হাত থেকে রক্ষা পাওয়ায় আমি খুশি। আমি দোয়া করি আল্লাহ যেন এদের ভাল করে।

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, করোনা পরিস্থিতি কারনে এখন ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এতে কৃষকরা তাদের জমির ধান ঘরে তুলতে পারছেন না। আমরা খবর পেলেই কৃষকের জমির ধান কেটে দিবো। স্বাভাবিক না হওয়ায় পর্যন্ত কৃষকদের পাশে থাকাবো। #

BBS cable ad

সারাদেশ এর আরও খবর: