আটোয়ারীতে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন

মাসুদ রানা (আটোয়ারী, পঞ্চগড়): পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন ও শ্রেষ্ঠ ইমাম বাছাই আনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন, আটোয়ারীর বাস্তবায়নে সোমবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন, আটোয়ারী উপজেলার ফিল্ড সুপারভাইজার শাহ রাশেদুল হক। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। তিনি মসজিদে জুম্মার নামাজের সময় খুৎবায় ধর্মীয় আলোচনার পাশাপাশি বঙ্গবন্ধুর আদর্শ, মাদক ও বাল্য বিবাহের কুফল, সামাজিক অবক্ষয় রোধ সহ দেশের উন্নয়নমুলক কর্মকান্ড সম্পর্কে মুসল্লীদের কাছে তুলে ধরার জন্য ইমামগণকে অনুরোধ জানান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসার মোঃ শামসুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব আলহাজ্ব ক্বারী মোঃ তাহেরুল ইসলাম প্রমুখ। সভাপতির বক্তব্যে ফিল্ড সুপারভাইজার বলেন, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির ফলো-আপ কর্মসুচির আওতায় একাডেমি থেকে বিভিন্ন সময় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের প্রশিক্ষনোত্তর কর্মতৎপরতার মূল্যায়ন এবং আর্থ-সামাজিক উন্নয়ন কর্মকান্ডে উল্লেখযোগ্য অবদান রাখার ভিত্তিতে একাডেমির নীতিমালা মোতাবেক উপজেলা পর্যায়ে প্রাথমিকভাবে ১০জনকে শ্রেষ্ঠ ইমাম নির্বাচন করা হয়েছে। সম্মেলনে অন্যন্যের মধ্যে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী সহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।