সমাজ সেবায় বিশেষ অবদানের পুরস্কার পেলেন আশু মিয়া

বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটি এর পক্ষ থেকে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ এর সিনিয়র সহ-সভাপতি ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা-আশরাফ আলী আশু মিয়াকে "স্বাধীনতা গোল্ড এ্যওয়ার্ড ২০২১"পুরস্কার দেয়া হয়েছে। উল্লেখ্য আশরাফ আলী আশু মিয়া ছাত্রজীবন থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে রয়েছেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন তিনি। বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি তার আস্থা রয়েছে অবিচল।