গোপালগঞ্জে বাসের ধাক্কায় যুবক নিহত, দুই ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

মেহের মামুন (গোপালগঞ্জ) : গোপালগঞ্জে যাত্রী বাসের ধাক্কায় বায়েজিদ ফকির (২২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় দুই ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে এলাকাবাসী।
বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়ায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত কৃষক বায়েজিদ ফকির সদর উপজেলার চর পাথালিয়া গ্রামের নাম এমদাদ ফকিরের ছেলে। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মো: মনিরুল ইসলাম জানান, কৃষক বায়েজিদ ফকির জমিতে কাজ করতে যাবার সময় চর পাথালিয়ায় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন।
এসময় খুলনার দিক থেকে আসা একটা যাত্রীবাহী লোকাল বাস তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মহাসড়কের পাশের একটি গাছের সাথে সাজোরে ধাক্কা খেলে ঘটনাস্থলেই নিহত হন।
এ খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয় জনতা এ ঘটনার প্রতিবাদে ঢাকা-খুলনা মহাসড়কের দূর্ঘটনাস্থলে গাছ কেঁটে ও টায়ার জ্বালিয়ে দুই ঘন্টা অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদের গ্রেফতার ও শাস্তির আশ্বাস দিলে এলাকাবাসী সড়ক অবরোধ তুলে নেয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।