কেএসআরএমের অর্থায়নে রাজধানীর পূর্বাচলে নির্মিত হলো শহীদ মিনার

ভাষার মাসে রাজধানীর পূর্বাচল নতুন শহরের ১১ নম্বর সেক্টরে ইস্পাত প্রস্তুতকারী শিল্প গ্রুপ কেএসআরএমের অর্থায়নে নির্মিত হলো শহীদ মিনার।
জয়বাংলা চত্বরে নির্মিত এটিই পূর্বাচলের প্রথম শহীদ মিনার। ২০ ফেব্রুয়ারি এ শহীদ মিনার উদ্বোধন করেন ভাষাসৈনিক আহমদ রফিক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। এ প্রসঙ্গে কেএসআরএমের ডিএমডি শাহরিয়ার জাহান রাহাত বলেন, ভাষার মাসে কেএসআরএম জাতির ওই আবেগে মিশে থাকতে চায় শহীদ মিনার নির্মাণের উদ্যোক্তা প্রতিষ্ঠান ইকরিমিকরির পাশে থেকে।