শিরোনাম

South east bank ad

বিকাশ পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ডস সনদ লাভ করেছে

 প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   টেলিকম

সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের সর্বোচ্চ ডাটা সুরক্ষা নিশ্চিত করায় পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ডস (পিসিআই ডিএসএস) ‘ভার্সন-৩.২.১’ অর্জন করেছে বিকাশ। বাংলাদেশে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিকাশই প্রথম এ সনদ অর্জন করল।

পিসিআই ডিএসএসের নীতিমালা অনুযায়ী শক্তিশালী সিস্টেম, উন্নত নেটওয়ার্ক সিকিউরিটি ব্যবস্থা, নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিতের মাধ্যমে বিকাশ এ সনদ অর্জন করেছে। সেরা প্রযুক্তি, গ্রাহকের তথ্য সুরক্ষা দেয়ার সক্ষমতা এবং প্রসেস পলিসি কমপ্লায়েন্স থাকার কারণে বিকাশের জন্য এ সনদ অর্জন করা সহজ হয়েছে।

পিসিআই ডিএসএস কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড অর্জন করে বিকাশ সারা দেশে পাঁচ কোটিরও বেশি গ্রাহকের ডাটা সুরক্ষিত রাখার স্বীকৃত একটি প্রতিষ্ঠান।

এ বিষয়ে বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব.) শেখ মো. মনিরুল ইসলাম বলেন, দেশের খুব কম প্রতিষ্ঠানই পিসিআই ডিএসএস সনদপ্রাপ্ত। তবে গ্রাহকদের তথ্য অধিকার সুরক্ষার জন্য পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর এ ধরনের সনদ থাকার অপরিহার্যতা রয়েছে। গ্রাহকদের তথ্যের সুরক্ষা, নিরাপদ আর্থিক সেবা নিশ্চিত করা এবং কঠোরভাবে নিয়ন্ত্রক সংস্থার নীতিমালা মেনে চলার মাধ্যমে বিকাশ সব সময় সর্বোচ্চ মানের কমপ্লায়েন্স নিশ্চিত করতে সচেষ্ট। এ ধারাবাহিক প্রচেষ্টাই বিকাশকে পিসিআই ডিএসএস সনদ অর্জনের সফলতা এনে দিয়েছে, যা আমাদের গ্রাহক ও অংশীদারদের আস্থা ও বিশ্বাসকে আরো মজবুত করবে।

অনলাইন শপিংয়ের জনপ্রিয়তা ও একই সঙ্গে কার্ডের লেনদেন বেড়ে যাওয়ায় কার্ড ইস্যুকারী, ব্যবহারকারী ও পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর বাড়তি সুরক্ষা নিশ্চিত করতে পিসিআই ডিএসএস নীতিমালা তৈরি করা হয়েছিল। এ নীতিমালার উদ্দেশ্য হলো, বিভিন্ন মার্চেন্ট ও পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে লেনদেনের সময় গ্রাহকদের কার্ড ডাটা যেন সুরক্ষিত করা যায়। পিসিআই ডিএসএসের এ সনদ আর্থিক প্রতিষ্ঠানগুলোর গ্রহণযোগ্যতার একটি স্বীকৃতি, যারা কার্ডের ডাটা গ্রহণ, সংরক্ষণ কিংবা স্থানান্তর নিয়ে কাজ করে।

BBS cable ad

টেলিকম এর আরও খবর: