শিরোনাম

South east bank ad

আগামীকাল থেকে পুঁজিবাজারও বন্ধ

 প্রকাশ: ১২ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   শেয়ার বাজার

আগামীকাল থেকে পুঁজিবাজারও বন্ধ

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ‘সর্বাত্মক লকডাউনে’ সব ব্যাংক বন্ধ থাকবে। ব্যাংক খোলা ছাড়া পুঁজিবাজারে লেনদেন সম্ভব নয়। তাই বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মিল রেখে সরকার ঘোষিত লকডাউনে দেশের উভয় শেয়ারবাজার বন্ধ থাকছে। গতকাল সোমবার (১২ এপ্রিল) বিএসইসি সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ব্যাংক খোলা না থাকলে সেটেলমেন্ট সম্ভব না। তাই ব্যাংক বন্ধ থাকার কারণে পুঁজিবাজারও বন্ধ থাকবে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, সাধারণত ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলে পুঁজিবাজারের লেনদেন নিষ্পত্তি সম্ভব না। তাই ব্যাংক বন্ধ থাকায় পুঁজিবাজারও বন্ধ থাকবে।

BBS cable ad