শিরোনাম

South east bank ad

‘কীভাবে খেলায় ফেরা যায়’ ভাবছে বিসিবি

 প্রকাশ: ০৫ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   স্পোর্টস

করোনাভাইরাস থমকে দিয়েছিল বিশ্ব ক্রীড়াঙ্গন। দীর্ঘ বিরতির পর খেলাধুলা ফিরতে শুরু করেছে মাঠে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) চাইছে খেলোয়াড়দের মাঠে ফেরাতে। সে উদ্যোগের প্রথম ধাপ সম্পন্ন হয়েছে ঈদের আগে। করোনা বিরতি কাটিয়ে ১৯ জুলাই শুরু হয় টাইগার ক্রিকেটারদের ব্যক্তিগত ও একক অনুশীলন। কিছুদিন পর অনুশীলনে বাড়বে খেলোয়াড় সংখ্যা। তিন সংস্করণে জাতীয় দলের বিবেচনায় থাকা সব ক্রিকেটারই সুযোগ পাবেন নিজেকে প্রস্তুত করার। কারণ বিসিবির ভাবনায় আছে আন্তর্জাতিক সিরিজ। বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যে সব দেশে করোনার প্রকোপ কম কিংবা নেই বললেই চলে; সে সব দেশে সফর করার আগ্রহ আছে বিসিবির। এ বছর শ্রীলঙ্কা সফর তো বটেই নিউজিল্যান্ড সফরেও যাওয়ার ভাবনার কথাও বলেছেন তিনি। ‘’প্রধান নির্বাহী এরই মধ্যে বলেছেন, আমরা কয়েকটি দেশের সঙ্গে যোগাযোগ করছি। যেসব দেশে খেলা নিরাপদ সেখানে আমরা খেলতে যেতে চাচ্ছি। কথাবার্তা চলছে। করোনার প্রকোপ কম কিংবা নেই বললেই চলে সেসব দেশে আমরা খেলতে যেতে পারি কিনা সেসব নিয়ে আলোচনা চলছে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিউজিল্যান্ডে একটা টি-টুয়েন্টি সিরিজের স্লট ছিল। এ বছরই যদি কোনো সুযোগ পাই নয়তো পরে বা আগে যদি সুযোগ আসে তাহলে আমরা যাবো খেলতে।’ আগে তাদের সুরক্ষার কথা চিন্তা করতে হবে।’’ ‘’প্রধান নির্বাহী এরই মধ্যে বলেছেন, আমরা কয়েকটি দেশের সঙ্গে যোগযোগ করছি। যেসব দেশে খেলা নিরাপদ সেখানে আমরা খেলতে যেতে চাচ্ছি। কথাবার্তা চলছে। করোনার প্রকোপ কম কিংবা নেই বললেই চলে সেসব দেশে আমরা খেলতে যেতে পারি কিনা সেসব নিয়ে আলোচনা চলছে। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে নিউজিল্যান্ডে একটা টি-টুয়েন্টি সিরিজের স্লট ছিল। এ বছরই যদি কোনো সুযোগ পাই নয়তো পরে বা আগে যদি সুযোগ আসে তাহলে আমরা যাবো খেলতে।’’
BBS cable ad

স্পোর্টস এর আরও খবর: