শিরোনাম

South east bank ad

ওয়ালটন ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুললো বসুন্ধরা কিংস

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   স্পোর্টস

ওয়ালটন ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুললো বসুন্ধরা কিংস

সাইফ স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখল দলটি।

আজ বিকাল ৪টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হয় দু'দল। প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২ মিনিটে ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজের মাঝ মাঠ থেকে বাড়ানো বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে গোল করেন আর্জেন্টাইন রাউল অস্কার বেচেরা।

রাউলের গোলে পিছিয়ে পড়ার পর সাইফ আপ্রাণ চেষ্টা করেছে ম্যাচে ফিরতে, সুযোগও এসেছিল। কিন্তু নাইজেরিয়ান কেনেথের একাধিক শট বাইরে চলে গেলে ম্যাচে ফেরা হয়নি সাইফের। সাইফের একের পর এক আক্রমণ রুখে ১-০ গোলের ব্যবধানের জয় নিয়েই শিরোপা নিশ্চিত করে বসুন্ধরা কিংস।
গতবার রহমতগঞ্জকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা ঘরে তুলেছিল কিংস।

BBS cable ad

স্পোর্টস এর আরও খবর: