সুষ্ঠু নির্বাচনের জন্য কঠোরভাবে দায়িত্ব পালন করছে র্যাব-৮
বরগুনা জেলার বামনা, পাথরঘাটা এবং বেতাগী উপজেলার বামনা, রায়হানপুর এবং বিবিচিনি ইউনিয়নের সাধারণ ওয়ার্ড সদস্য নির্বাচনে র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের টহলগুলো গত ০৮-১১ ডিসেম্বর ২০২০ইং তারিখ পর্যন্ত মোট ০৪(চার) দিন প্রতিটি কেন্দ্রে ০২ (দুই) টি করে টহল দিচ্ছে এবং কঠোরভাবে শান্তিশৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় র্যাবের টহলগুলো মোবাইল পেট্রোলে মোতায়েন থাকছে এবং নির্বাচনী এলাকা পর্যবেক্ষণ করছে। নির্বাচনী এলাকায় যাতে বহিরাগত বা নির্বাচন নষ্ট করার জন্য যদি কারও কোনো অভিপ্রায় থাকে, সেগুলো যাতে বানচাল করা যায়, সে জন্য পেট্রোল পরিচালনা করা হচ্ছে এবং র্যাব সক্রিয় রয়েছে। এছাড়াও নির্বাচনী এলাকায় যাতে কোন প্রকার অনাকাঙ্খিত পরিস্থিতি না ঘটে সে ব্যাপারে র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের টহল সদস্যরা সদা প্রস্তুত রয়েছে।
